• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেলেন মাধুরী দীক্ষিতের মা


তপন বকসি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১২:০০ পিএম
মারা গেলেন মাধুরী দীক্ষিতের মা

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নে𒁃হলতা দীক্ষিত মারা গেছেন। রোববার (১২ মার্চ) সকালে মুম্বাইয়ের জুহুর বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্নেহলতা দেবীর বয়স হয়েছিল ৯১। ঠিক ১০ বছর আগে ২০১৩ ♈সালের সেপ্টেম্বর মাসে মাধুরী দীক্ষিতের বাবা শংকর দীক্ষিত হয়েছিলেন ওই ৯১ বছর বয়সেই। মাধুরী দীক্ষিতের বাবা এবং মা দুজনে মুম্বাইয়ে মাধুরীর সঙ্গেই থাকতেন।

স্নেহলতা দেবী ও শংকর বাবু দুজনেই মার𒐪াঠি ব্রাহ্মণ পরিবারের মানুষ। স্নেহলতা দেবী ও শঙ্করবাবুর চার ছেলে-মেয়ের মধ্♚যে সবার ছোট মাধুরী। মাধুরীর দুই বড়দিদি এবং এক দাদা সবাই আমেরিকায় থাকেন।

১৯৯৯ সালে মাধুরী দীক্ষিতের বিয়েও হয়েছিল আমেরিকায়।⛦ অভিনয় জীবনের প্রায় মধ্য গগনেই ১৯৯৯ সালে আমেরিকায় দাদা এবং দিদিদের উপস্থিতিতে মাধুরী দীক্ষিত আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বিয়ে করেছিলেন কার্ডিওভাস্কুলার সার্জন ডা, শ্রীরাম নেনেকে।  টানা দশ বছর আমেরিকার কলোরাডোর ডেনভারে কাটানোর পর দুই ছেলে এ♛বং স্বামীকে নিয়ে মুম্বাই ফিরে আসেন মাধুরী দীক্ষিত।

ছোটবেলা থেকেই মাধুরীর মধ্🎶যে নাচের প্রতি আগ্রহ দেখে মা স্নেহলতা দেবী তাকে কত্থক নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তিন বছর বয়স থেকে ১১ বছর বয়স পর্যন্ত কত্থক নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন মাধুরী। আজ বেলা তিনটার দিকে স্নেহলতা দেবীর শেষকৃত্য হওয়ার কথা।

Link copied!