কোট🌼া সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে, কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। কেউ বা মাঠেও নেমেছিলেন। তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান ছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগকারী শিক্ষার্থীদের দলে।
সোমবার (৫ আগস্ট) আন্দোলনে জয়লাভ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এতে উচ্ছ্বসিত অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি দেশত্যাগী শেখ হাসিনার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ম্যাড♎াম, আপনি গেছেন ভালো কথা, কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল, তাদের পুরস্কারটা দিয়ে যাইতেন’।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক💦ে সরব ছিলেন সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।
সাদিয়া আয়মানের ওই পোস্টে নিজেদের মতো করে মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “আমাদের দুঃসাহ🍌সী আপু। যে স্রোতের বিপরীতে ছাত্🌺রদের পাশে ছিল, মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।” অন্য একজন লিখেছেন, “ভালোবাসা নেবেন সাদিয়া আয়মান।”
এর আগে বিটিভি প্রাঙ্গণে যাওয়া শিল্পীদের উদ্দেশ্যে ফেসবুকে আরও লিখেছেলেন, “নিজেদের লাভ-লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামꦬনে বলেছেন, এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে, ৯০ দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি, এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত।”
সাদিয়💝া আয়মান আরও লেখেন, “দুঃখের সহিত জানাচ্ছি, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।” ♍অনেক ভক্ত তার সাহসের প্রশংসা করছেন।