‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। দক্ষিণী এই তারকার একের পর এক সিনেমা ভরাডুবি। তবুও নির্মাতা🐼দের চাহিদার তালিকায় উপরেই আছেন তিনি। হাতে আছে ‘সালার’- সিনেমার দু’টি পার্ট ও ‘কল্কি ২৮৯৮ এডি’। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস।
টলিউড ডটনেট জানিয়েছে— ‘কালকি’ সিনেমার শুটিং শেষ হলেই দীর্ঘ বিরতিতে যাবেন প্রভাস। কারণ শারীরিকভাবে অসুস্থ তিনি। অনেক দিন ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় ভুগছেন প্রভাস। য꧂ুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বলছেন। এজন্য যুক্তরাষ্ট্রে যাবেন এই অভিনেতা।
জানা যায়, ইনজুরির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেবেন না প্রভাস। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা প♉াও🌃য়া যায়নি।
পিংক🎐ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, হাঁটুর অস্ত্রোপচারের জন্য কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রভাস। তার সুস্থতার জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বর পর্যন্ত যে শিডিউলগুলো দেওয়া আছে, তা শেষ করে বিরতি নেবেন তিনি। তবে এ বিষয়ে প্রভাস কোনো ঘোষণা দেননি। এমনকী🐽 তার টিম থেকেও এ নিয়ে কোনো মন্তব্য আসেনি।
প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে ওম রাউত নির্মাণ করেন এটি। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যায় কৃতি স্যাননকে।♋ ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।