• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমিককে বাগদত্তা হিসেবে পরিচয় করালেন লেডি গাগা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৪:১৭ পিএম
প্রেমিককে বাগদত্তা হিসেবে পরিচয় করালেন লেডি গাগা
প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে লেডি গাগা। ছবি: সংগৃহীত

প্রেমিক মাইকেল পোলানস্কিকে বাগদত্তা হিসেবে ফ্রান্সের প্রধানম🐷ন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে পরিচয় করালেন পপ তার꧑কা লেডি গাগা। প্যারিস অলিম্পিকে গান গেয়ে দর্শক মাতিয়েছেন গাগা।  সেখানে  নিজের প্রেমিককে সঙ্গে নিয়েই হাজির ছিলেন তিনি।

রবিবার (২৮ জুলাই) অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থ൲িত হন লেডি গাগা। এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে বཧাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা।

প্রধানমন্ত্রীর টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। গাগার প্রেমিককে হবু বর হিসেবে পরিচয় করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। ধারনা🍨 করা হচ্ছে, বাগদান সেরে ফেলেছেন এই গায়িকা। এবার বিয়ের পিঁড়িতে বসবেন শিগগিরই।

লেডি গাগা অভিনীত চলচ্চিত্র ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এর ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। সিনেমাটির ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দর্শকমহলে🐼। এরইমধ্যে প্যারিস অলিম্পিকে গান গেয়ে দর্শক মাতিয়েছেন গাগা।

২০২০ সালে প্রকাশ্যে আসে লেডি গাগা এবং উদ্যোক্তা ও প্রযুক্তি বিনিয়োগকারী মাইকেল পোলানাস্কির সম্পর্কের খবর।
ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক একটি ভিডিও প্রকাশের পর এ জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে। এরপরꦰ থেকেই আলোচনায় তাদেඣর প্রেম। একাধিকবার একসঙ্গে দেখা গেছে দুজনকে। এবার অলিম্পিকের মঞ্চে একসঙ্গেই হাজির হলেন দুজন। তবে এখন পর্যন্ত নিজেদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনেননি দুজনের কেউই।

Link copied!