দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারে ভালো সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগেই পেয়েছেন꧋ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর ইসরায়েলি হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন𒅌 তিনি।
এক ফেসবুক পোস্টে জয়া আহসান লেখেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে ♊হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছে💛ন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ।’
জয়া আরও লেখেন, ‘এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অ🔯পরাধও লাগে।ꦗ আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুঁজে আসে।’
জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার জয়ী এই অভিনেত্রী লেখেন, ‘এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? ♔এটা কি খুব বড় প্রত্যাশা?’
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করার পর থেকেই 🍬নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা আক্রমণ করে হামাসও। এখন পর্যন্ত উভয় পক্ষ্যের হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। ইতোমধ্যে বিশ্ব তারকারা যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছেন। জোয়াকিন ফিনিক্স, কেট ব্লানচেট, টেইলর সুইফট, বেলা হাদিদ, দুয়া লিপা ও জায়েন মালিকের মতো তারকা ফিলিস্তিনের সমর্থনে কথা বলেছেন এবং শান্ত💟ি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।