ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় ইসরায়েলের জনপ্রিয় অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। 🍷একটি বিবৃতি প্রকাশ করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত 🌜করেছে ইসরায়েলি পুলিশ।
দ্যা টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৩ অক্টোবর) ইসরায়েলের উত্তর নাজারেথ শহর থেকে মাইসাকে গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের বাসিন্দা। সামাজিকমাধ্যমে সন্ত্রাসীদের (হা💃মাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে তাকে গ্রেপ্তা𓂃র করা হয়েছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও উসকানিদাতের বিরুদ্ধে পুলিশের এই লড়াই সব সময় অব্যাহত থাকবে।’
সংবাদমাধ্যমটি জানায়, মাইসা তার সামাজিকমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন। তার একটিতে দেখা যায়, হামা🍬সের হাতে জিম্মি হওয়া একজন ইসরায়েলি প্রবীণ নারীকে। এ ছবিতে হাসির ইমোজি দিয়েছেন মাইসা। অন্য ছবিতে দেখা যায়🥃, ইসরায়েলের নিরাপত্তা সীমানা ভেঙে প্রবেশ করছে হামাস। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চলো যাই, বার্লিন স্টাইলে।’
৩৭ বছর বয়সী মাইসা টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। শুধু মাইসা একা নন, চলতি সপ্তাহে আরব-ইসরায়েলি সংগীতশিল্পী দালাল আবু আমনেহকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে আটক হতে 𓆏হয়েছিল।