কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘গ্রাঁ প্রিঁ’ পেয়ে ইতিহাস গড়লেন ভারতীয় নারী নির্মাতা পায়েল কাপাডিয়া। তার পরিচালিত সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তার হাতে পুরস্কার তুলে দেন আ꧒মেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। তখন মঞ্চে পায়েলের পাশে ছিলেন ছবিটির তিন অভিনেত্রী কানি কুসরুতি, দꦯিব্যা প্রভা ও ছায়া কদম।
এই ছবিটির মাধ্যমে ৩০ বছর পর ভারতীয় ছবি হিসেবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে নাম লেখায় ভারত। এবার পুরস্কার জিতে গড়েছে ইতিহাসܫ।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে জুরি প্রাইজ জয়ী ছবির নাম ঘোষণা করেন জাপানি পরিচালক ক🌃োরি এদা-হিরোকাজু। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।