জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত ‘রঙিলা কিতাব’ ওটিতে মুক্তি পেয়েছে শুক্রবার (৮ নভেম্বর)। কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে সিবিজটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ইতোমধ্যে সির꧟ি🔴জ দেখে অনেকেই প্রশংসা করেছেন।
সꩲিরিজটি নিয়ে কলকাতার সমালোচক সাগরনীল কথা বলেছেন তার ইউটিউব চ্যানেল ‘আর্টিস্টিক সেভেন্থ সেন্স’-এ। সিরিজের গল্পের প্রশংসা করেছেন এই সমারোচক।
এ ছাড়া রোমান্স ও রোমাঞ্চের মিশেলে যেভাবে সিরিজটি তৈরি করেছেন, সেটারও প্রশংসা করেছেন তিনি। তবে তাকে সবচেয়ে অবাক করেছে সিরিজটির অ্যাকশন। তার ভাষ্যে, ‘এখানে খুব ভালো অ্যাকশন রয়েছে, যেটা আমাকে অবাক করেছে। বাংলা সিরিজে ♚কিন্তু এমন অ্যাকশন দেখা যায় না।
যিনিই অ্যাকশন দৃশ্যের ডিজাইন করেছেন, ভালো করেছেন। অ্যাকশনগুলো বাস্তবঘেঁষা রাখা হয়েছে, দৃশ্যগুলোর জন্য শিল্পীরা পরিশ্রম করেছেন; সেটা দেখলඣেই বুঝতে পারবেন।’
সমালোক মনে করেন, অ্যাকশন এই সিরিজে এসেছে গল্পের প্রয়োজনে; সেটা তুলেও ধরা হয়েছে সেভাবেই। জোর করে চাপিয়ে দেওয়💞া হয়নি। এই অ্🃏যাকশনের জন্যই সিরিজটি তাঁর ভালো লেগেছে বলেও জানান সাগরনীল।
সিরিজে নূর ইমরানের অভিনয়ও মুগ্ধ করেছে এই সমালোচককে। তিনি বলে🙈ন, ‘তিনি যে দারুণ অভিনয় করেন জানতাম। এ সিরিজে যে তিনি দারুণ কাজ করবেন, সেটাও অনুমান করেছিলাম, সেটা তিনি পর্দায় করে দেখিয়েছেন।
নূর সাধারণত প্রধান চরিত্র পান না, এই ဣসিরি🅰জ পেয়ে খুবই ভালো কাজে লাগিয়েছেন। তার অভিনয় দেখে মজা পেয়েছি। ভালোও লেগেছে।’
‘রঙিলা কিতাব’ সিরিজে অন্তঃসত্ত্ব🌱া নারীর ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। তাঁর অভিনয় নিয়ে সাগরনীলের ভাষ্য, ‘পরীমনি নিজের জায়গায় ভালো কাজ করেছেন। এক্♑সট্রা অর্ডিনারি আমি বলব না, শেষ পর্বের কিছু দৃশ্য তিনি খুবই ভালো করেছেন। বাকি সময়েও চরিত্রের প্রয়োজন অনুযায়ী করেছেন।’
ভালো লাগলেও সিরিজটির কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছেন সমালোচক সাগরনীল। তার মতে, এ সিরিজের কিছু বিষয় আগে থেকেই অনুমান করা হয়। এ ছাড়া শেষটা আরও ভালো হতে পারত। ‘শেষের আবেগ দর্শককে ছুঁয়ে যাবে। আমার⛄ও ভালো লেগেছে। তবে এটা অন্য লেভেলে চলে যেত, য⛦দি একটা পেছনের গল্প যোগ করা হতো।’