‘ছেলের জন্য হলেও সবকিছু ঠিকঠাক করে নিতে চাই। তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই’ বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজ। সম্প্𝓀রতি মান-অভিমান ভুলে আবারও এক হলেন তারকা দম্পতি রাজ-পরীমনি। পুত্র শাহীম মুহাম্মদ ꦿরাজ্যর জন্মদিন পালন করতে একসঙ্গে দেখা যায় তাদের।
বুধবার (১৬ আগস্ট) রাতে পরীম🌜নি-রাজের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করে টিএম ফিল্মস। এসময় উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।
সেখানে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরীমনি। সময়টা বেশ উপভোগ করেছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে🌠ন তাপস।
এমন ছবি দেখে ভক꧃্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি অভিমান ভুলে এক হয়🌞েছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুল রাজ বলেন, “পরী সবকিছু ছেড়ে সন্তানকে নিয়ে জন্মদিন উদয꧑াপন করছে এটাই আমার জন্য আনন্দের। আমি জীবনে আর কোনো ঝামেলা মোকাবেলা করতে চাই না। ছেলের জন্যꦯ হলেও সবকিছু ঠিকঠাক করে নিতে চাই। তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।”
পরীমনির স্বামী আরও বলেন, “আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গেই সম্পর্কটা ꦯআগে। পরে সন্তানের༺ সঙ্গে।”
এর আগে গত ২০ মে পরীমনিকে রেখে 🍬নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে 🎐বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।