দক্ষিণী তারকা বিজয় থালাপতিকে এক নজর দেখতে তুলকালাম, অভিনেতার গাড়ির উপ🍌র রীতিমতো ঝাঁপিয়ে পড়লেন ভক্তরা। আর তাতে বিজয়ের কোটি টাকার গাড়ির অবস্থা শোচনীয়। সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল!
কেরালায় শুরু হয়েছে বিজয় থালাপতির ন🔯তুন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টা♔ইম’-এর শুটিং। বিমানবন্দর থেকে অভিনেতার গাড়ি হোটেলের উদ্দেশে যখন রওনা দেয়, তখনই একদল ভক্ত পিছু নেন। গাড়ি হোটেলে পৌঁছাতেই প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে রীতিমতো গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েন ভক্তরা। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজয়ের গাড়ি।
তবে ভক্তদের তাণ্ডব শুরুর আগেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে নিরাপদে গাড়ি থেকে বের হতে পেরেছেন অভিনেতা।
অভিনয়ের পাশাꦛপাশি বিজয় থালাপতি এখন রাজনীতির মাঠেও নেমেছেন। খুলেছেন নতুন দল। দলের নাম ‘তামিলাগা ভেত্রি কে🌱াঝাগম’।
ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ অভিনেতার ৬৮ তম সিনেমা। সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছ☂েন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবু।
বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা♓ সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনে🧸মাটি।
সূত্র: ইন্ডিয়া টুডে