নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য শিল্পকলা পদক দেওয়া হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় যাত্রাশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য👍 শিল্পকলা পদক-২০২২ পদকে ভূষিত হলেন দেশের গুণী অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। এমন স্বীকৃতিতে অরুণা বলেন, ‘‘জীবনে কোনো লবিং ছাড়াই এমন স্বীকৃতি পাব ভাবিনি! সত্যিই আমি কৃতজ্ঞ।’’
দেশের শিল্প-সংস꧟্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ১২টি ক্ষেত্র রয়েছে কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক।
শিল্পকলা পদক-২০২২ পদক পাওয়া প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘‘আমার কাছে এই সম্মাননাটা সত্যিই সারপ্রাইজের মতো। জীবনে কোনো লবিং ছাড়াই এমন স্বীকৃতি পাবো ভাবিনি! সত্যিই আমি কৃতজ্ঞ। আজ এটুকু এভাবে𝄹 বিশ্বাস করতে হচ্ছে যে এক জীবনে নিষ্ঠার সাথে কাজ করে গেলে কোনো কিছুই ফেলনা যায় না। বাবার কাছ থেকেও যেমন সেই শিক্ষাটাই পেয়েছি। আজᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚীবন সেভাবেই কাজ করে যেতে চাই।”
সিনেমার পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন অরুণা বিশ্বাস। সবশেষ ‘অসম্ভব’ সিনেমা নির্মাণ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়ে বিভিন্ন মহলে প্রশংস𒉰া কুড়িয়েছেন দেশের এই গুণী অভিনেত্রী।