‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসে ভক্তদের দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। কিন্꧒তু এর দুই দিন পরই দিলেন দুঃসংবাদ।
মঙ্গলব🧔ার (১৪ মে) এক ফেসবুক স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, “খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথাব্যথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও। আমি কোনো কিছু জানাব না। কানে ধরলাম। কে কী ভাবল, জাহান𒉰্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।”
একই স্টোরিতে ফারি🌜য়া সাংবাদিকদের উদ্দেশেও বার্তা দেন।
তিনি লেখেন, “মোবাইল অꦺফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।”
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্র🌠থম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আসেন আলোচনায়। পরবর্তী সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভি𝓀নয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।