• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাত-পা ধরেছি, কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না: পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৬:৩৫ পিএম
হাত-পা ধরেছি, কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না: পরীমনি

চলচ্চিত্র প্রাঙ্গনের ‘টক অফ দা কান্ট্রি’ রাজ-পরীর সংসার জীবন। চলছে এই দুই তারকার বাকযুদ্ধ। সম্প্রতি সুনেরাহ বিনতে কামালসহ আরও 🦂কয়েক অভিনেত্রীর সঙ্গে রাজের ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। ক’দিন ধরে এ নিয়েই চলছে টানাপোড়েন। রাজ-পরীর সংসার এখন এই আছে; এই নেই।

এসব নিয়ে নানাবিধ মন্তব্য করেছে চিত্রনায়িকা পরীমনি। তাদের সংসার জীবন নিয়ে এই অভিন꧒েত্রী জানান, অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারছেন না। স্বামী শ🥀রিফুল ইসলাম রাজ বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন বলেও জানালেন তিনি। বললেন, হাত-পা ধরেও রাজের সঙ্গে ঘর করতে পারছেন না।

এরই মধ্যে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। তিনি বলেন, অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন꧑্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি।

সার্বিক পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, স্পষ্টতই অবনতির দিকে যাচ্ছে শরিফুল ইসলাম রাজ ও পরীমনির সম্পর꧑্ক। সংসার করা হবে কি না, ত๊া নিয়েও দেখা দিয়েছে সংশয়। পর্দার এ নায়ক ও নায়িকার সম্পর্ক এখন দা-কুমড়া বললেই চলে।

এরই মধ্যে রাজဣ-পরীর সংসারে ভাঙনের সুর বেজেছে। পরী-রাজ, দুজনেই বꦇলছেন এটি সময়ের ব্যাপার মাত্র।

কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। এই রাজ কথা বলছেন, ত👍ো একটু পরই তার উত্তর দিচ্ছেন পরীমনি। অবশ্য এসব সামনাসামনি নয়, বরং সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই ধারাবাহিকতায় স্বামীকে নিয়ে কথা বল🐈তে ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন পরীমনি।

Link copied!