হাজং নৃগোষ্ঠীতে জন্ম নেওয়া কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনিমেষ রায়। কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রচারিত হয়ে জনপ্রিয়তা পেয়েছে তার গান ‘নাসেক নাসেক’। এ আয়োজনের দ্বিতীয় মৌসুꦡমে প্রচার হয়েছে অনিমেষের ‘নাহুবো’ গানটি। বেশ আলোচনা-সমালোচনার হচ্ছে এ গান নিয়ে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অনিমেষ বলেছেন, “লোকগান শিকড় চেনায়। একই সঙ্গে সংগ🌊ীতের এই সম্পদে আমরা কতটা শক্তিশালী সেটাও জানান দেয়।”
অনিমেষ রায় বলেন, “যখনই গান গাওয়ার বিষয় আস꧟ে, তখনই কেন জানি লোকগান ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। লোকগান আমার শিকড়। এ শিকড় কখনো উপড়ে ফেলা সম্ভব না। যে গানে মিশে আছে মাটির সুবাস, তা গান থেকে দূরে সরে যাওয়া আমার পক্ষে কঠিন। তাই ঘুরে-ফিরে বারবার লোকগানই কণ্ঠে তুলে নিয়েছি।”
তিনি আরও বলেন, “সংগী🌠ত বলয়ে আমার বেড়ে ওঠা। ভালোবাসা আ♊র ভালো লাগা থেকে গান গাওয়া, পড়াশোনা করা। কখনো শিল্পী হতে পারব কি না, তা নিয়ে ভাবিনি।”