প্রকাশ হলো তরুণ প্রজন্মের জনপ্রিয় 🌃সংগীতশিল্পী হৃদয় খানের নতুন গান। ‘অসীম সীমা’ শিরোন♌ামে নতুন গানে মডেল হয়েছেন এ কে এম ইটমাম ও রুমানা রওশান।
শুক্রবার (৪ আগ𓆉স্ট) রাত ৮টায় মাল্টিসোর্সিং লিমিটেডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। ‘কথা বলে মন কেড়ে নাও, সহজেই প্রাণ ভরে দাও / তোমাকে আজও বুঝি না, যতনে রেখেছো কিনা’—এমন মিষ্টি কথায় গানটির কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী ও রাজকুমার থিলাইয়ামপালাম।
রোমান্টিক ধাঁচের এ গান প্রসঙ্𝓰গে সংবাদমাধ্যমকে হৃদয় খান বলেন, “গানটির কথাগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আমি বরাবরই চেষ্টা করি শ্রোতাদের জন্য সেরাটা দেয়ার। এটিও ব্যতিক্রম নয় তার। আশা করি শ্রোতা🏅দের কাছে ভালো লাগবে গানটি।”