ঢাকার স্টার ♎সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ দেশের ৪১টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১২ মে) থেকে রোববার (১৪ মে) পর্যন্ত শাহরুখ খান অভিনীত আলোচিত ‘পাঠান’ সিনেমার ২০৬টি শো চলেছে। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির দিনে সিনেমাটি প্রায় ২৫ লাখ টাকা টিকিট বিক্রি (গ্রস) করেছে। এ হিসাব এখনো স্পষ্ট নয়। টিকিট বিক্রির মোট অর্থকে গ্রস বলা 🐬হয়। তা থেকে করসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে আয় বের করা হয়। ‘পাঠান’ প্রথম দিনে কত টাকা আয় করেছে, তা এখনো জানা যায়নি।
সিনেমার ভারতীয় পরিবেশক সত্যদীপ সাহা এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন,“পাꦫঠান সিনেমাটি বাংলাদেশে মুক্তির উদ্বোধনী দিনে ভালো ব্যবসা করেছে, চলতি বছর বাংলাদেশে মুক্তির প্রথ💧ম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা এটি।”
ইতিমধ্যে হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ‘পাঠান’। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে প্রায় ১ হাজার ৫০ কোটি রুপি।