অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার😼 মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসক জানিয়েছিলেন তার সꦦ্ট্রোক হয়েছে।
ফেসবুকে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছিলেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস✤্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো সিটিস্ক্যান করতে। করা হলো। ছোটꦿ একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’
আজ মঙ্গলবার সকালে নির্মাতা মাহমুদুল ইসলাম একটি সংবাদ মাধ্যমকে বলেন, `মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।`
তাছাড়া, সাহিত্যিক আনিসুল হক লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ড💮াক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না বলেই ডাক্তার এখন আশা করছেন। দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাঁকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্য🥀ালাউড।’
মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মﷺাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।