• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আজিজের দেওয়া গাড়ি, ফ্ল্যাট নিয়ে মুখ খুললেন মাহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ১২:০৩ পিএম
আজিজের দেওয়া গাড়ি,  ফ্ল্যাট নিয়ে মুখ খুললেন মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে

আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্ম প্রযোজক আব্দুল আজিজের ঘরে। জাজ মাল্টিমিডিয়া থেকে মাহির অভিষেক তো বটেই, এরপর অন্তত ১৬টি সিনেমা করেছেন তিনি। সেই সূত্রে এটুকু বলা যায়, নায়িকা মাহির প্র🎃ায় পুরোটাই তৈরি করেছেন প্রযোজক আব্দুল 🦂আজিজ।

কারণ♑ও আছে। কারণ প্রযোজক-নায়িকার সঙ্গে বাড়তি সখ্যের খবরও ঢালিউডের সবার জানা গল্প। তবে সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটে ২০১৫ সালে। ওই বছর আব্দুল আজিজ সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কারের ঘোষণা দেন মꦫাহিকে।

এ পর্যন্ত ঠিকই ছিল। এরপর অবশ্য মাহি ও আজিজ দুজনের পথই বেঁকে গেছে। দুজনের ক্যারিয়ারেই কাজ কমেছে, বেড়েছে গল্প! তারই অংশ হিসেবে সম্প্রতি আজিজ জানিয়েছেন, মাহিকে তিনি দুটি গাড়ি ও একট🎉ি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।

সেটির জবাবে এবার মুখ খুললেন নায়িকা মাহি। আব্দুল আজিজের কাছ থেকে গাড়ি-বাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মজার ছলে মাহি বলেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বললো!’
এরপর সিঙ্গেল মাদার নায়িকা পুরো বিষয়ট🅰ি গুছিয়ে বললেন এভাবে, ‘অগ্নিকন্যা—এই ট্যাগটা যারা আমার নামের সঙ্গে জুড়ে♓ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সুতরাং আমি একবার যাদের কাছে কৃতজ্ঞ, তাদের কখনোই খাটো করে কথা বলতে চাই না। এবং আমি পারবোও না। 

আজিজ ভা꧒ই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি—এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনও কিছু বলবো না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখবো, এটা নিয়ে কোনও কিছু বলবো না।’

গাড়ি-বাড়ির বিষয়ে অꦿস্পষ্টতা থাকলেও মাহির বক্তব্যে এটুকু স্পষ্ট, তিনি বিষয়টি নিয়ে তর্কে জড়াতে চাইছেন না। উল্টো জাজ তথা আব্দুল আজিজের প্রতি অনুরোধ করে এটা বললেন, ‘আমি যেহেতু আপনাদের (জাজ/আজি𒈔জ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইবো যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন।’

মাহির ক্যারিয়ারে অন্যতম সফল দুই সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দুটি সিনেমাই নারীকেন্দ্রিꦦক ও বাণিজ্যিকভাবে সফল। এরপর আর মাহিকে সেভাবে পাওয়া যায়নি প♈র্দায়। এর মধ্যে দুই সংসার, দুটোতেই বিচ্ছেদ। একটি সংসদ নির্বাচন, সেটিও ফেল।

Link copied!