ঈদুল আজহায় মুক্তি পাবে শা🐽কিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ,পোস্টার এবং শাকিব খানের লুক দৃষ্টি কেড়েছে ভক্তদের। এবার ভক্তদের জন্য কোরবানি ঈদের গান নিয়ে হাজির হয়েছেন ঢালিউড কিং খ্যাত এই তারকা।
শনিবার (২৪ জুন) নিজের প্রিয়তমা’ সিনেমার গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশং♔সা ও ভালোবাসায় ভাসছেন শাকিব খান। সকলেরই মন্তব্য, ঈদের আনন্দ বাড়িয়ে দিবে শাকিবের এই সিনেমা ও গান।
এখন পর্যন্ত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের তিনটি লুক প্রকাশ পেয়েছে। তিনটি লুকই ভক্ত-দর্শকেরা ব্যাপকভাবে গ্রহণ করেছে। সবশেষ মঙ্গলবার বিকেলে প্রকাশ পায় শাকিবের তৃতীয় লুক। এতে আশি বছর ব♐য়সী এক বৃদ্ধের বেশে ধরা দেন তিনি। মুহূর্তেই ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশংসায় পঞ্চমুখ হন সাধারণ দর্শক থেকে সিনেমা তারকারাও।
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। সিনেমাটি প্রযোজনা করেছেন ভꦗার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন- কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকেই।