• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মৌসুমী হামিদ কি তার চেয়ে লম্বা বর পেয়েছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৫:১৮ পিএম
মৌসুমী হামিদ কি তার চেয়ে লম্বা বর পেয়েছেন
বরের সঙ্গে মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা এতে উপস্থিত ছি൩লেন। বিয়ের খবরটি নিশ🦂্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই।

তিন বছর আগে মৌসুমী হামিদ একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ ছিল। কিন্তু সমস্যা তৈরি করে তার উচ্চতা। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চ✨তার ছেলে মিলছিল না। মৌসুমী হামিদ তখন বলেছিলেন, “লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না।”

নিজের সমা🐠ন উচ্চতার পাত্র খুঁজে না পেয়ে ব✃িয়ে করতে দেরি হচ্ছে—বলেছিলেন মৌসুমী হামিদ। তিনি বলেছিলেন, “আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।”

মৌসুমী হামিদের হবু বর আবু সাইয়িদ 🥃রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

লাক্স সুপারস্টার🌺 প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চ💧লচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগের বেশি। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার💝 আবু সাইয়িদ রানাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মৌসুমী হামিদ। পাত্র ঢাকার বাসিন্দা। লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

Link copied!