• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফের বিয়ে করে ট্রলের শিকার হার্দিক-নাতাশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৫৩ পিএম
ফের বিয়ে করে ট্রলের শিকার হার্দিক-নাতাশা

তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতিꦰ।

তাদের এ বিয়েতে যেমন অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেকের ট্রলেরও শিকার হয়েছে🦂ন এই দ✱ম্পতি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, মুম্বাইয়ের এক নাইটক্লাবে প্রথম আলাপ হয়েছিল হার্দিক-নাতাশার। প্রথম দেখাতেജই নাতাশাকে ভালো লেগে যায় হার্দিকের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ের মাঝসমুদ্রে ফ্লোটিং বোটে নাতাশাকে প্রোপোজ করেন হার্দিক। এরপর বাগদান সারেন তারা। 

করোনা মহামারিতে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। ওই সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। এরপ𓄧র জুলাই মাসে সন্তানের জন্ম দেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ততা বাড়ে দম্পতির। সব মিলিয়ে গত তিন বছর নিজেদের জন্য আলাদা করে তেমনভাবে সময় বের করতে পারেননি হার্দিক ও নাতাশা।

আর এ কারণেই তিন বছর পর ১৪ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দি൲য়ে বিয়ে করেন তারা। তাদের বিয়ের ভিডিও এবং ছবি ইন্টারনেটে শেয়ার হওয়ার পর থেকে তাদের ভক্ত ও বন্ধুরা তাদের টাইমলাইন ভালোবাসায় পূর্ণ করেছেন।

তবে অনেকেই এ ধরনের বিয়েকে পাগলা༺মি করে অর্থ এবং খ্যাতি নষ্ট করꦉা ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন।

 

Link copied!