• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আজম খান স্মরণে ‘গুরু অব রক: আ ট্রিবিউট টু আজম খান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৪:৩০ পিএম
আজম খান স্মরণে ‘গুরু অব রক: আ ট্রিবিউট টু আজম খান’
কিংবদন্তি তারকা আজম খান । ছবি: সংগৃহীত

রকসংগীতের কিংবদন্তি তারকা আজম খান। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের আজকের এদিনে (৫ জুন) মৃত্যুবরণ করেন । তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) অনুষ্ঠিত হচ☂্ছে বিশেষ কনসার🌟্ট। নাম ‘গুরু অব রক: আ ট্রিবিউট টু আজম খান’।

অনুষ্ঠানে গাইবেন আজম খানের ভাতিজা স꧙ংগীতশিল্পী আরমান খান। পাশাপাশি থাকছে উদীয়মান বেশ ক’জন শিল্পীও। এটি অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টার অডিটোরিয়ামে। আয়োজনে আছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক।

কনসার্ট প্রসঙ্গে আরমান খান বলেন, ‘আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না। সেই অভিমান বুকে চেপে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমার তিন কাজিন, মানে চাচার দুই মেয়ে ইমা ও অরনী এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে। এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না। বরং অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমরা চাচাতো ভাই-বোনদের হাতে তুলে দি𓆉তে চাই।’

কনসার্টে রকগুরুর কোন কোন গান পরিবেশন করবেন? জানতে চাইলে আরমান বলেন, ‘চাচার জনপ্রিয় গানের তো শেষ নাই। এরমধ্যে “আসি আসি বলে”, “পাপড়ি কেন বোঝে না”, “সালেকা মালেকা”, “আলাল ও দুলাল”, “বাংলাদেশ”, “অভিমানী”সহ 🥂১২ থেকে ১৫টি গান গাওয়ার পরিকল্পনা আছে। আমার লেখা ও সুরে আজম চাচা গান করেছেন। সেখান থেকেও গাওয়ার ইচ্ছা আছে। এছাড়া ক’দিন আগে চাচাকে ট্রিবিউট করে “গুরুরে” নামের একটি গান প্রকাশ করেছি। সেটিও কনসার্টে গাইব।’

জানা গেছে, আগামীকাল কনসার্ট শুরু হবে 🌱সন্ধ্যা ৬টায়। টিকিটের মূল্য ধর✨া হয়েছে ৬০০ টাকা।

আজম খানের বড় ভাই কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান। তারই সুযোগ্য পুত্র সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খান। মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ এমন অসংখ্য জনপ্রিয় গানের স𝕴্রষ্টা তিনি। পাশাপাশিඣ নাটকের গানেও বেশ পরিচিত আরমান খান।

Link copied!