• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গায়িকার ছেলের পেটে বন্দুকের গুলি, বেরিয়ে এলো আসল রহস্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১২:৫৬ পিএম
গায়িকার ছেলের পেটে বন্দুকের গুলি, বেরিয়ে এলো আসল রহস্য
ছেলের সঙ্গে গায়িকা জোজো মুখার্জি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা জোজো মুখার্জির বাড়িতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বড় বিপদের হাত থেকে রক্ষা পেল তার ছেলে অদীপ্ত। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুটিং 🌟সেরে বাড়ি ফিরেই ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে।

জানা জায়, খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল অদীপ্ত। চিকিৎসকদের তৎপরতায় বের করা হয়েছে বুলেটটি। ছেলের বর্তমান কেমন 𝐆আছে এ নিয়ে জানালেন জোজো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে  তিনি বলেন, “খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে অদীপ্ত। ও ভেবেছে হয়তো জেমস। তাই চিবিয়ে খেয়েছে বুলেটটা। তার পরেই ডিনার করে, হজম করতেও অসুবিধা হয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি, তখন ও ঘুমাচ্ছিল। এর পরই শুরু প্রচণ্ড কান্নাকাটি। খালি আমার আঙুলটা নিয়ে ওর মুখের ভিতর দিচ্ছিল। বোঝা যাচ্ছিল ꦅওর কষ্ট হচ্ছে ভিতরে। অনেক চেষ্টা করেও কোনও সমাধান না মেলায় রাত বারোটার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় অদীপ্তকে।”

জোজো বলেন, ‘কয়েকদিন ধরে♉ই একটু সর্দি-কাশি হচ্ছিল। তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করে আদি। তখনই দেখলাম বুলেটের টুকরো বেরিয়েছে। তারপর ওকে যে দেখাশোনা করে সে বলছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে। কিন্তু ও যে গিলে ফেলেছে, সেটা তো আর জানা সম্ভব নয়।’

হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জোজো। ছেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে জোজো বলেন, ‘মুখটা শুকিয়ে গিয়েছে একদম🧜𒈔। অনেকবার বমি করেছে তো। মুশকিল হলো ও তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না। সময়মতো হাসপাতালে না নিলে, কী যে হতো সেটা ভাবতেই পারছি না।’

ছেলে সুস্থ হলেও এখনো উৎকণ্ঠার মধ্যেই কেটেছে জোজোর সারারাত। তবে এখন আদি সুস্থ থাকায় কিছুটা স্বস্তিতে শিল্পী। আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। ছেলেকে সবসময়ই আগলে💖 রাখেন জোজো। 

Link copied!