পূজা শুরুর আগেই ভক্তদের সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্র💖ী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোয়েল ও নিসপাল দম্পতিꩵর সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
বৃহস্পতিবার (৩ অক্টো💎বর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি প﷽োস্ট করেন। যেখানে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।
ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই🐠♑ হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’