জন্মদিনে স্ত্রী তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই দুঃসময়েও🍨 জন্মদিন মনে রেখে উপহার আনায় আপ্লুত হয়েছেন তিশা।
অসুস্থ হয়ে যায় এ হাসপাতালে তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম নুশরা꧙ত ফারুকী। তাই এবারের জন্মদিনে ক𓄧োনো আয়োজন নেই তিশার। তবে এই দুঃসময়েও ফারুকী তার স্ত্রী তিশার জন্মদিনে উপহার দিতে ভোলেননি।
উপহ𒉰ারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরো একটি অভিজ্ঞতা যোগ হলো । হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী। জীবনের এত ঝড়ের মধ্য🐈েও আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’
জানুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। এর পর সুস্থ হয়ে বাড়িও ফ♕িরে যান ফারুকী। কিন্তু এর পর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।