প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক ঘণ্টা পর অনলাইনে ফাঁস হয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর টু’। শুক্রবার (১১ আগস্ট) প্রেক্ষাগৃহ🧔ে মুক্তি পেয়েছে আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমাটি।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, পাইরেসির কবলে পড়েছে ‘গদর টু’ সিনেমা। মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয় এটি। এখন সিনেমাটি অবৈধ কিছু ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। আর এসব ൲ওয়েব সাইটের লিংক সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ৩৭০ থেকে ১০৮০ রেজুলেশনে পুরো সিনেমা বিনামূল্যে দেখতে পাচ্ছেন দর্শক।
আমিশা ও সানি অভিনীতꦦ সিনেমা ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২২ বছর পর নির্মিত হয়েছে ‘গদর টু’। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অন্তঃরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ফাঁস হলেও এবার ফাঁস হলো পুরো সিনেমাটি।
‘গদর টু’ সিনেমায় সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা,♑ মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’র জন্য গেয়েছেন।