জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গানের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন এই শিল্পী। প্রায় সময়ই প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে।
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিন♉েত্রী।
নওশাবা ছাড়াও অভিনেত্রী জয়া আহসান, তৌহিদ আফ্ﷺরিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে নিন্দার পাশাপাশি থাཧনায় জিডি করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শনিবার (২৩ ღনভেম্বর) মোহাম্দপুরের আদাবর থানায় জিডি করেছেন তিনি।
জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন স🍌িটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণি অধিকার কর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১☂টি বিড়াল হত্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে নওশাবা বলেন, ‘মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচর চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী।
ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান য🅘ারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’
এই অভিনেত্রী আরও বলেন, “আমি আমার জায়গা থেকে কওরছি। আশা করছি সাধারণ সচেতন 𒉰নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। ইতোমধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাব।”
জানা গেছে, খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। এ ঘটনায় সামাজি𓃲ক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছಌেন নেটিজেনরাও। এ ঘটনায় বিচারের দাবির পাশাপাশি প্রাণীকল্যাণ আইনের প্রয়োগ ঘটানোর আহ্বানও জানাচ্ছেন অনেকে।