ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা কলকাতার আলোচিত চিত্রনায়িকা নুসরাত জাহানের। ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়ে ফ্লাট দেয়নি। সেই কেসে আলিপ💫ুর আদালত তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল।
তাকে আলিপুর পুলিস কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল অন্তত একটি হিয়ারিংয়ে উপস্থিত থেকে বন্ড জমা দিতে হবে। এই হিয়ারিংকে চ্যℱালেঞ্জ করে নুসরত আলিপুর জর্জ কোর্টের শরণাপন্ন হয়।
চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স এক যুগ পেরিয়েছে, অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিতেও। এখন লোকসভা থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান। তবে নানা বিতর্কে জড়িয়ে তাঁর ক্যারিয়ার যতটা দূরে যাওয়ার൲ কথা ছিল, ততটা যায়ন𒐪ি।