• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দেয়ালের দেশ’ রহস্যময় ট্রেলারে মুগ্ধ সিনেমাপ্রেমী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১১:৪২ এএম
‘দেয়ালের দেশ’ রহস্যময় ট্রেলারে মুগ্ধ সিনেমাপ্রেমী
শরীফুল রাজ-বুবলী। ছবি: ভিডিও থেকে


আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার ও গান ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার🎶 ঈদ সামনে রেখে শেষ সময়ে এলো ছবির ট্রেলার। এক মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও বুবলীর রসায়ন ⭕যেন আরও কৌতূহল বাড়ালো।

শনিবার (৬ এপ্রিল)ꦐ টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে ট্রেলারটি। একই সঙ্গে রাজ-বুবলী ও নির্মাতার ওয়ালে এটি প্রকাশ করা হয়েছে। রহস্যময় এই ট্রেলার মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। চরিত্রায়নে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে রাজ-বুবলীকে, যা জুটি হিসেবে তাদের এই প্রথম ছবির ট্রেলারে প্রশংসা কুড়াচ্ছে।

এর আগে মুক্ত🐷ি পাওয়া ছবির ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে দর্শক মহলে। গানটিতে রাজ-বুবলীর না পাওয়া প্রেমের হাহাকার ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’ ছবিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

Link copied!