• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ফাইটার’ মুক্তি বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৭:১৫ পিএম
‘ফাইটার’ মুক্তি বাতিল
ফাইটার পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আলোচিত বলিউড সিনেমা ‘ফাইটার’মুক্তি বাতিল করলো। কথা ছিল, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘ফাইটার’। নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছিল। হৃতিক রোশন ও দীপিকা 🀅পাড়ুকোন অভিনীত ছবিটি প্রসঙ্গে এমন কথাই জানিয়েছিলেন বাংলদেশি পরিবেশক অনন্য মামুন।

বৃহস্পতিবার সকাল নাগাদও মামুন বলেছেন, বিকালে ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর সন্ধ্যা থেকে অথবা শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশজুড়ে চলবে ‘ফাইটার’।  কিন্ত ভাষার মাস ফেব্রুয়ারি, তাই এই মাসে কো♕নও হিন্দি ছবি প্রদর্শনে সম্মতি দিচ্ছে না চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। অগত্যা ‘ফাইটার’ মুক্তি বাত🌄িল করলেন আমদানিকারক মামুন।

তার ভাষ্য, “কাল (শুক্রবার) মুক্তি দিলে🀅 কেবল ৬ দিন পাবো। আর এই কদিনের জন্য ছবির প্রযোজক মুক্তি দেবেন না। তাই আমরা বাংলাদেশে ‘ফাইটার’ মুক্তি দিচ্ছি না।”

হিন্দি ছবি দেশে মুক্তি দিতে গেলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুমতি লাগে। সেটার জন্যই আবেদন করেন মামুন। কি♋ন্তু সংগঠনের এই জোট শর্ত দেয় যে, ফেব্রুয়ারির আগ🅷ে কিংবা পরে ছবিটি মুক্তি দেওয়া যাবে।

এ বিষয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু বলেছেন, “গতকাল (২৪ জানুয়ারি) এফডিসিতে প𓆏রিষদের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা জানুয়ারি মাসে হিন্দি ছবির মুক্তির ব্যাপারে সম্মতি দিতে একমত হয়েছি। তবে ভাষার মাসে হিন্দি ছবির প্রদর্শনী যাতে না হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শর্ত মেনে ‘ফাইটার’ ছবির আমদানীকার🐈ক অনাপত্তিপত্র চাইলে দেওয়া হবে।”

অনন্য মামুন জানান, আমদানির সব নিয়ম মেনেই তিনি ‘ফাইটার’ এনেছেন। মুক্তির ব্যাপারেও আশ𝓡াবাদী ছিলেন। সেই মোতাবেক প্রচারণার কাজও এগিয়ে নিয়েছেন। শেষ পর্যায়ে এসে ছবিটি মক্তি না দিতে পেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মন্তব্য করেন এই নির্মাতা-পরিবেশক।

‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দী൩পিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা༒ প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। ভারতে মুক্তির পর থেকে ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

Link copied!