হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’ নামে একটি সিনেমায় জুটি বেঁধে অভিন𒁏য় বাংলাদেশ নায়ক শরীফুল রাজ ও কলকাতার ই♋ধিকা পাল। ফের আলোচিত এই নায়কের সঙ্গী হতে যাচ্ছেন ইধিকা।
আসন্ন ঈদুল আজহাতে ‘কবি’ মুক্তি পাবে এমন গুঞ্জন ছিল। কিন্তু না শুটিং শেষ না হওয়ায় সিনেমাটি মুক্তি পাচ্ছে না। রাজ-ইধিকাকে দর্শক প্রেক্ষাগৃহে দেখার আগেই আসল নতুন সিনেমার খবর। সিনেমার নাম ‘সাহেব’। তবে এই সিনেমাটিতে কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবꦫার্তা পাকাপাকি হলেও এখনো চুক্তি স্বাক্ষর হয়নি তাদের। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর ভার্সেটাইল মিডিয়ার নতুন সিনেমা ‘সাহেব’ নির্মাণ করছে। প্রযোজক আরশাদ আদনান তার জন্মদিনে জানালেন, ‘সাহেব’ সিনেমায় থাকছেন শরিফুল রাজ। আর নায়িকা থাকবেন নায়িকা থাকবেন ইধিকা পাল। আরশাদ আদনান বলেন, আগামী ঈদুল ফিতরের জন্য সাহেব নির্মাণ করবো। সাইফ চন্দন পরিচালনা করবে সিনেমাটি। আর সিনেমাটির অ্যাডভাইজার থাকবে হিমেল আশরাফ। ইতোমধ্যে দুই শিল্পীরꩲ সঙ্গে কথাবার্তা চূড়ান্ত।
আরশাদ আদনান সংবাদমাধ্যমে জানান, রাজ ও ইধিকাকে নিয়ে কাজটি করতে যাচ্ছেন তিনি। কথাবার্তা শেষ। কয়েক দিಞনের মধ্যেই চুক্তি হয়ে যাবে।তিনি বলেন, রাজ ও ইধিকা সিনেমা গল্পসহ শুটিং পরিকল্পনা সম্পর্কে শুনেছেন। তারা সবকিছুই পছন্দ করেছেন। চুক্তি স্বাক্ষরটা একটু আয়োজন করে করতে চাই। আশা করছি শিগগির চুক্তির কাজটা হয়ে যাবে।
শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ মাধ্যমে বাংলাদেশের দর্শ𝓰কদের মꩵাঝে জনপ্রিয়তা লাভ করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।