নন্দিত চ🐲লচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (০২ মে) গুণী এই নির্মাতার ৫১তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে রাজধানীর নাখালপাাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিনে নিজের অনুভূতিতে প্রকাশ করতে গিয়ে ফারুকী বলেন, ‘ কিছু গল্প আমাদের আরাম দেয়, কিছু দেয় আনন্দ, কিছু গল্প আমাদের বিষাদগ্রস্ত করে, কিছু কিছু গল্প ফেলে দেয় অস্বস্তির মধ্যে, কিছু গল্প উৎসাহ জোগায় আবার কিছু গল্প হাসায়। সৃষ্টিকর্ত🐈ার প্রতি কৃতজ্ঞ, আমাকে সেসব গল্পের কিছুটা বলার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই আসলে একটি বিশাল গল্পের অংশ। পথচলার নতুন আরেকটি বছরে পা রেখে, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, জীবন নামের এই জার্নিতে আমাকে এত ভ♉ালোবাসা দেওয়ার জন্য।’
জনপ্রিয় এই নির্মাতার জন্মদিনে সংবাদ প্রকাশ পরিবার থেকে জন্মদিনে শুভেচ্ছা। ꧒শুভ জন্মদিন।
ফারুকী নির্মিত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি প🐲ায় ২০০৪ সালে। এরপর তিনি একে একে উপহার দিয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’,💝 ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’, ‘শনিবার বিকেল’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমাগুলো।
সিনেমার পাশাপাশি তার নির্মিত বহু নাটক-ধারাবাহিক দর্শকপ্রিয় হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘৫১বর্তী’, ‘৪২০’, ‘তাল পাতার সেপাই’, ‘ক্যারাম’, ‘৬৯’, ‘ঊনম☂ানুষ’, ‘দ্বন্দ্ব সমাস’ ইত্যাদি। তার পরিচালিত একমাꦓত্র ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ফারুকী। ২০১০ সাল থেকে তারা সংসার করছেন। এই দম্প༺তির একটি কন্যা সন্তান রয়েছে। ꦫযার নাম ইলহাম নুসরাত ফারুকী।