• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিল্পকলায় ফুলেল শ্রদ্ধায় আহমেদ রুবেলকে বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০২:২১ পিএম
শিল্পকলায় ফুলেল শ্রদ্ধায় আহমেদ রুবেলকে বিদায়
ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবি: সংবাদ প্রকাশ

শিল্পকলা একাডেমিতে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সদ🌱্যপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে বিদায় জানালেন সহশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষ। তারা সকাল থেকে তা🌠র গুণকীর্তন করলেন। কাঁদলেনও

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি🦄) সকাল সাড়ে ১০টায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে আনা হয় রুবেলের মরদেহ। শুয়ে ছিলেন নিথর দেহে। বুধবার নিজের সিনেমার প্রিমিয়ারে গিয়ে বসুন্ধরা সিটির গাড়ি পার্কিংয়ে হৃদরোগে আক্রান♒্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। 

তার🎃 এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বিনোদন জগৎ।

 শিল্পকলা একাডেমিতಌে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে তার মরদেহ ঘিরে ধরেছেন সবাই। একে একে  ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস অনেকেই। এছাড়া শ্রদ্ধা জানায়  আওয়ামী লী💃গের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটা𝓀র, অভিনয় শিল্পী সংঘ, চরকি, আলফা আইসহ বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের♏ এই শ😼্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছেন দেশের সকল থিয়েটারকর্মী।’

নির্মাত♏া মোর্শেদুল ইসলাম বলেন, “যতজন শেখ মুজিবের চরিত্র🦋ে অভিনয় করেছেন আমার কাছে মনে হয় রুবেলই পারফেক্ট ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে কথা বলে শেষ করা যাবে না।”

চিত্রনায়ক ফেরদৌস বলেন, “এমন একটা সময়, এমন একটা মুহু𒐪র্ত যে কথা বলার পরিস্থিতি নেই। অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন মানুষ ছিলেন রুবেল ভাই।   অসময়ে চলে গেলেন তিনি। আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটাকে মেনে নেওয়া যায় না।”

আহমেদ রুবেলকে নিয়ে কথা বলেন আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা পেয়ারার সুবাস চলচ্চিত্রের নুরুল আলম আতিক। তিনি বলেন, “আমরা একসঙ্গে কাল আসছিলাম প্রিম♚িয়ারে। তিনি গাড়ি চালাচ্ছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে মানুষটা এভাবে চলে যাবেন ভাবিনি। শেষ কয়েক বছর তার বন্ধু ছিল না। একদিন খেয়াল করলাম আমিই তার বন্ধু। এভাবে আমার বন্ধুটা চলে যাবে ভাবিনি।”

বৃহস্প🦄তিবার দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শে🃏ষ শ্রদ্ধা জানাবে চ্যানেল আই। টেলিভিশনটির তেজগাঁও কার্যালয়ে হবে অভিনেতার নামাজে জানাজা।

এরপর꧙ ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে হবে গাজীপুরে। সেখানে উত্ত𒁃র ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।

বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে ಞগিয়ে অসু্স্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মি𒐪নিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

Link copied!