ক্যানসারের থাবা থেকে বাঁচতে লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। নিয়মিত চিকিৎসাও নিচ্ছেন। বর্তমানে কেমোথেরাপি চলছে অভিনেত্রীর। তবে প্রথম কেমো নেওয়ার পর প🤡রই মাথার সব চুল কামিয়ে ফেলেছেন। এবার জান🍃া গেলো হিনার চোখের সব পাপড়িও ঝরে যাচ্ছে।
চলতি বছরের ২৮ জুন ক্যানসার ধরা পড়ে হিনা খান🏅ের। স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। হিনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তবে তবে ক্যানসারের ক𝓰াছে এতটুকু হার মানেননি।
অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায় ক🧜্যানসারের সঙ্গে তার লড়াইয়ের। সেখানে নানান পোস্টের মাধ্যমে সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছেন এ💖ই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কেমোথেরাপি আর শুটিং একইসঙ্গে সামলাচ্ছেন হিনা খান। পাশাপাশি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে এই কঠিন লড়াইয়ের আপড༒েটও দিচ্ছেন ভক্তদের।
সম্প্রতি একটি ছবি শেয়ার করে কেমোথেরাপির পর নিজের শারীরিক অবস্থার কথা জানালেন হিনা। সেখানে অভিনেত্র🏅ী বღলেন, কেমোর কারণে কেবল চুল নয়, তার চোখের প্রায় সব পাপড়ি ঝরে যাচ্ছে। ওই ছবিতে দেখা যায় তার চোখের মাত্র একটি পাপড়ি অবশিষ্ট আছে। এমনকি ভ্রুর চুলও উঠে গেছে।
ক্যাপশনে হিনা খান লিখেছেন, আমার অনুপ্রেরণার সাম্প্রতিক উৎস কী? একসময় আমার চোখের সৌন্দর্য বাড়াত আমার পাপড়ি। জিনগতভাবেই আমি লম্বা এবং ঘন চোখের🐟 পাপড়ি পেয়েছিলাম। তবে এখন মাত্র একটি চোখের পাপড়ি অবশিষ্ট আছে। এই একা টিকে থাকা চোখের পাতা আমার সঙ্গে লড়াই করেছে। 𓃲কেমোর এই সময়ে চোখের এই একটিমাত্র পাতা আমার অনুপ্রেরণা। এই সবকিছুর শেষে কী হবে?