ইলন মাস্ক টুইটার কেনার পর বহু কিছু ঘটছে। এর মধ্যে নতুন কাণ্ড হচ্ছে ভেরিফায়েড অ্য♐াকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া। বিখ্যাত অনেক ব্যক্তির মতো বলিউড তারকাদের অ্যাকাউন্ট থেকেও নীল টিক সরে গেছে। এ বিষয়টি নিয়ে সম্প্রতি মিমের ছড়াছড়ি নেট দুনিয়ায়। এ থেকে বাদ যাননি বলিউড তারকা শহীন কাপুর।
টুইটারে নিজের সিনেমার একটি দৃশ্যের ছবির সঙ্গ꧂ে শহীদ কাপুর লিখেছেন, “আমার ব্লু টিককে কে ধরেছে, ইলন তুই ওখানেই দাঁড়া! আমি আসছি।” এরপর তিনি দিয়েছেন হাসির ইমো। এভাবে ব্লু টিক সরিয়ে নেওয়া নিয়ে রসিকতা করেছেন কবীর সিং খ্যাত শহীদ কাপুর।
সম্প্রতি অর্থের বিনিময়ে ‘ব্লু টিক’ সেবা চালু করেছে টুইটার। এত দিন টুইটারে তা পাওয়া যেত বিনা মূল্যে। নানা ঘটনায় আলোচিত, সমালোচিত ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিক ও সিইও হওয়ার পর থেকে এমন নানা নিরীক্ষা চলছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমে।