• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে‘ক্যাসিনো’ নিয়ে আসছেন নিরব-বুবলী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৪:০৫ পিএম
ঈদে‘ক্যাসিনো’ নিয়ে আসছেন নিরব-বুবলী

আসন্নཧ ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘ক্যাসিনো’। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সিনেমাটির অভিনেতা নিরব ও অভিনেত্রী বুবলীসহ সিনেমাসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

সিনেমার অভিনেতা নিরব বলেন,  “শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল।💮 ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ‘ক্যাসিনো’।”

অভিনেত্রী বুবলী বলেন,  “অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, ভালো লাগছে। ইতোমধ্যেই সিনেমার প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছে। এছাড়া গানটিও আপনারা দেখলেন, আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দর্শকরা সিনেম🌃াটি পছন্দ করবে।”

এর আগে অভিনেতা নিরব ‘সংবাদ প্রকাশ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলে, &𝓡nbsp;“দেশে অবৈধভাবে গড়ে উঠা ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিজানের গল্প উঠে এসেছে ক্যাসিনো সিনেমাতে। ” দীর্ঘদিন পরে মুক্তি পেলেও সিনেমাহলে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে বিশ্বাস ജকরেন তিনি।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে নিরব-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শ🐠ুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে। 

Link copied!