একদিকে দিওয়ালি, অন্যদিকে শাহরুখ খানের জন্মদিন। ‘ডাবল সেলিব্রেশন’-এ শাহরুখের বাড়ি মান্নত সেজেছে আলোকসজ্জায়। আর মাত্র দুই দিনের অপেক্ষা। ২ নভেম্বর ৫৯ বছরে পা রাখতে চলেছেন💎 বলিউড বাদশা। প্রিয় এই নায়কের ভক্তদের কাছে এ দিনဣটি উৎসবের দিন।
শাহরুখকে এই বিশেষ দিনে কাছ থ🎶েকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্তরা হাজির হয়ে যান নায়কের বাড়ি মান্নতের সামনে। শুধু তাই নয়, পুরো ভারতজুড়ে নানা ফ্যান ক্লাব আয়োজন করে শাহরুখ খানে꧃র জন্মদিনের পার্টি।
শাহরুখের 👍জন্মদিনের আগেই আগেই এবার পড়ে গেছে দিওয়ালি। সেই উপলক্ষে আগেই সেজে উঠেছে শাহরুখের বাসস্থান। আলো ঝলমলে ‘মান্নাত’ দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকেই শেয়ার করেছেন শাহরুখের বাড়ির ছবি।
এবার শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন। প্রতিবারের মতো এবারও মোতায়েন থাকবে বহু পুলিশ। বিপুল সংখ্যক ভক্তদের 𝓀সামাল দিতে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। এবারও তার ব্যতিক্রম থাকছে না।
প্রতিবারই ঘড়ি ধরে রাত ১২টার পর শাহরুখ খান দেখা দেন ভক্তদের। আর সেই মাহেন্দ্রক্ꦬষণের জন্যই মুখিয়ে থাকেন তার ভ🐎ক্তরা। এবারও সেই আশায় প্রহর গুনছেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস