বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের তালে দর্শক হৃদয়ে কম্পন ধরানো এই অভিনেত্রী এবার নাচ নিয়েই জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা। এক সিনেমায় নাচের জন্য তাকে নাকি খুব ছোট ব্লাউজ পরতে ব🃏লা হয়েছিল।
নোরা বলেছিলেন ‘আমি বুঝতে প༒ারছি আমাকে যৌন আবেদনময়ী দেখাতে এই কাজটি করতে চাচ্ছেন। দেখুন, আমাকে জোর করে যৌন আবꦯেদন আনতে বলবেন না। যা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আছে। জোর করে সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’
এরপর নোরার জন্য নতুন পো🐷শাক তৈরি করা হয়। নোরা জানিয়েছেন, ওই পোশাকে তিনি সাচ্ছন্দ🌜্যবোধ করেছেন। নাচও হিট হয়েছে।
নোরা আরো জানিয়েছেন, ‘দিলবার’ গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা মিলেছে। কিন্তু এই নাচের জন্য তিনি কোনো পারিশ্রমিক পাননি। নোরা ভারতীয় গণমাধ্যমকে বলে൩ছেন, ‘আমি বুঝতে পারছিলাম, অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করে আগে খ্যাতি অর্জন করতে হবে, পরিচিতি পেতে হবে।’
সাধারণত যারা 🌠নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন, সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে তাদের অনেক সময় লেগে যায়। নোরা বলেন, ‘ড্যান্সারদের কেউ সিরিয়াস চরিত্রে সুযোগ দিতে চান না। তারা মনে করেন, শুধু আইটেম ড্যান্সই করতে পারবে। আমি সবার এ ধারণা বদলাতে চাই।’
প্রসঙ্গত, সর্বশেষ ‘মাডগাও এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে নোরাকে। বর্তমানে অভিনেত্রীর হাতে আরও💖 দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ড্যান্সিং ড্যাড’। এছাড়া নাচে এখনো ঝড় তুলছেন স্টেজে।