• ঢাকা
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ২১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডাবিংয়ের সময় মারা গেলেন ‘জেলার’ অভিনেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৫:২৭ পিএম
ডাবিংয়ের সময় মারা গেলেন ‘জেলার’ অভিনেতা
অভিনেতা জি মারিমুথু। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা জি মারিমুথু। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার🗹⛎ বয়স হয়েছিল ৫৮ বছর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এথিরনীচল’ শো’তে ডাবিং এর কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়লে তড𓆏়িঘড়ি করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় জি মারিমুথুকে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সর্বশেষ জি মারিমুথ♋ুকে রজনীকান্তের অভিনীত ‘জেলার’ সিনেমাতে দেখা গেছে। ‘জেলার’ সিনেমাতে তার অভিনয় দারুণ প্রশংসা পেয়ﷺেছে। ‘রেড স্যান্ডেল উড’ সিনেমাতেও তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। তার এই আচমকা বিদায় মেনে নিতে পারছেন না সহকর্মীরা। দক্ষিণি সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে অভিনেতার মৃত্যুতে‘জেলার’ সিনেমার প্রযোজনা প্রোডাকশন হাউজ সান পিকচার্স থেকে একটি পোস্ট করা হয়েছে। এই প্রযোজনা সংস্থার তরফে টুইটারে অভিনেতার একটি ছবি পোস্ট করে সমবেদনা জ🍸ানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘শ্রদ্ধা, আপনার কাজ সবসময় মনে থাকবে। রেস্ট ইন পিস মারিমুথু।’

Link copied!