• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দীঘির ‘৩৬-২৪-৩৬’ সিনেমা মুক্তি পাচ্ছে আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:২৫ এএম
দীঘির ‘৩৬-২৪-৩৬’ সিনেমা মুক্তি পাচ্ছে আজ
সিনেমা ‘৩৬-২৪-৩৬’ একটি দুশ্য। ছবি: সংগৃহীত

এ  প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদীন দীঘি অভিনীত সিনেমা ‘৩৬-২৪-৩৬’ মুক্তি পাচ্ছে  শুক্রবার (৮ নভেম্বর)। সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাꦯ, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়াম, লায়ন সিনেমায় দর্শক সিনেমাটি দেখা যাবে। রাজধানীর উত্তরার দর্শক দিয়াবাড়ির মিউজিক মুꦛভি থিয়েটারে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

 নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রা✃জশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, সান্তাহার, কুষ্টিয়া এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনে🐓মায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। পর্দায় ﷽অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে দীঘিকে।

দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক𒈔। তাই ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’

এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সারের। সায়রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্র꧂ের নাম তাহসির। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই ♍গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

শুধু অভিনেত্রী কারিনা কায়সারই নন, বড় পর্দায় অভিষ💖িক্ত হতে যাচ্ছেন রেজাউর রহমান, তবে পরিচালক হিসেবে। 

তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সিনেমা হলে এমন ঘরানার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। রম–ক൩ম, ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সেই ধরনের🔯 আমার একটা সিনেমাই প্রথম মুক্তি পাচ্ছে এতেই আমি খুব খুশি।’

সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলমᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ সাচ্🦄চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। 

Link copied!