পর্দা নামছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবরে শেষ দিন রোববার (২৮ জানুয়ারি) ৮ বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের উৎসবে সেরা শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতের𝔍 বিপুল শর্মা পরিচালিত ‘প্রভাস’ সিনেমাটি। এ ছাড়া দর্শকদের ভোটে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।
দেখে নেওয়া যাক পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড : বিজয়ার পরে (ভারত)। পরিচালক : অভিজিত দাস।
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ
বেস্ট ফিচার ফিল্ম : দেয়ার অ্যান্ꦦড ব্যাক (রাশিয়া), পরিচালক : ওলেগ আসাদুলিন।
বেস্ট ডকুমেন্টারি : কুনানফিন্ডা : দ্য ল্যান্ড অবജ ডেথ (কিউবা), পরিচালক : হ্যানসেল লেভা ফ্যানিগো।
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড : সুরত (বাংলাদেশ, পরিচালক : গোলাম রব্বানী।
নারী নির্মাতা বিভাগ
বেস্ট ফিচার ফিল্ম : জুনকস অ্যান্ড ডলস (ই🌜রান), পরিচালক : মানিজেহ হিকমত।
বেস্ট ডকুমেন্টারি : পাসꦛাঙ্গ: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট (যুক্তরাষ্ট্র), পরিচা🦩লক : ন্যান্সি স্ভেন্ডসেন।
সেরা পরিচালক : গাইওংমু এনওএইচ (দক্ষিণ কোরিয়া), সিনে🍸⛄মা : হাউ টু গেট ইউর মেন প্রেগনেন্ট।
স্পেশাল মেনশন : মুক্তি (বাংলাদেশ), চৈতালি সমাদ্দার।
বাংলাদেশ প্যানোরামা : পূর্ণদৈর্ঘ্য বিভাগ
ফিপরেসি অ্যাওয়ার্ড (পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম) : সাবিত্রী, পরিচালক : প্রান্ত প্রসাদ।
বাংলাদেশ প্যানোরামা : ট্যালেন্ট বিভাগ
ফিপরেসি অ্যাওয়ার্ড (শর্ট ফিল্ম) : লায়লা, পরিচালক : বৈশাখী সমাদ্দার।
প্রথম রানার-আপ : ইনাফি, পরিচালক : শুভাশিষ সিনহা।
দ্বিতীয় রানার-আপ : অন্তহীন পথে, পরিচালক : জিয়াউল হক রাজু।
এশিয়ান ফিল্ম বিভাগ
সেরা স্ক্রিপ্ট : ডোভ (তাজিকিস্তান), পরিচালক : মুহিদ্দিন মুজাফফর।
সেরা সিনেমাটোগ্রাফি : মাইটি আফরিন- ইন দ্য টাইম অব ফ্লাডস (বাংলাদেশ🧔, ফ্রান্স ও গ্রিস), পরিচালক : অ্যাঞ্জেলোস র্যালিস।
সেরা অভিনেত্রী : বাডিমা (চীন), সিনেমা : দ্য কর্ড অ লাইফ।
সেরা অভিনেতা : অঞ্জন দত্ত (ভারত), সিনেমা : চালচিত্র এখন।
সেরা পরিচালক : জগত মানুওয়ারানা (🉐শ্রীলঙ্কা), সিনেমা : হুইসপারিং মাউন্টেꦯনস।
সেরা ফিল্ম : দ্য কর্ড অব লাইফ (চীন), পরিচালক : কিয়াও সিজু।
সেরা অভিনেত্রী (জুরি) : আফরিন খানম, সিনেমা : মাইটি আফরিন- ইন দ্য ⭕টাইম অব ফ্লাডস।
এবারের আসরে ৭৫টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এরমধ্যꦓে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্𝓰পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি।