• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পর্দা নামল কান উৎসবের, পুরস্কার জিতল যেসব সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১১:৫৭ এএম
পর্দা নামল কান উৎসবের, পুরস্কার জিতল যেসব সিনেমা
স্বর্ণপাম হাতে মার্কিন নির্মাতা শন বেকার। ছবি: রয়টার্স

আনুষ্ঠানিক  পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের। ১৪ মে ভূমধ্যসাগরের তীরে বসেছিল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের আসর। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবের ৭৭ তম আসর শেষ 𝔍হয়েছে শনিবার (২৫ মে)। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২🎃 দিনের এই আয়োজন শেষ হলো।

বরাবরের ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚমতো এবারও লালগালিচায় আলো ছড়িয়েছেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি সব তারকারা। হলিউড রিপোর্টারের প্রতিবেদন বলছে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা ‘আনোরা’।

স্বর্ণপাম জেতা ‘আনোরা’ সিনেমাটি সেভাবে আলোচনা ছিল না। কিন্তু ফ্রান্সিস ফোর্ড কপোলা, 💝আলী আব্বাসি, জ্যাক অদিয়াঁর, ক্রোনেনবার্গ, কানাডা, জিয়া জ্যাং-কির মতো নির্মাতাদের টপকে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল শন বেকারের সিনেমাটি। 

কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আম💯ি ঠিক বুঝতে পারছি না।’

এবারের কান উৎসবে একের পর এক চমক দেখাচ্ছে ভারত। গতরাতেই আঁ সার♐্তে রিগায় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমꦛলেস’ সিনেমার জন্যꩵ এ পুরস্কার পান তিনি। আজ মূল প্রতিযোগিতা বিভাগেও চমকে দিল ভারতীয় সিনেমা।

চলতি বছর কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’। কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নি🐈য়েছিল, আর নিয়েই জিতল গুরুত্বপূর্ণ পুরস্কার। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা,🀅 ছায়া কদম, ঋধু হারুন।

সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন পর্✱তুগালের মিগুয়েল গোমেজ। পিরিয়ড-ড্রামাধর্মী সি꧂নেমা ‍‍`গ্রান্ড ট্যুর‍‍`-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবারের উৎসবের আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর চার অভিনেত্রী অ্যাড্রিয়ানা পাজ, যোয়ি সালদানা, সেলেনা গোমেজ ও ক্লারা সোফিয়া গ্যাসকন। সিনেমাটির নির্মাতা স্বর্ণ🌞🎀 পামজয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়াঁর।

‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভি𒀰নেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিন🎐েতা জেসি প্লেমনস। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি ফারজাঁ।


 

Link copied!