• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে ‘পাঠান টু’, বদলে যাচ্ছে নির্মাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৪:৪৪ পিএম
আসছে ‘পাঠান টু’, বদলে যাচ্ছে নির্মাতা
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। তার অভিনীত সিনেমা ‘পাঠান’ মুক্তির প্রথম সপ্তাহে ইসারা বিশ্বে ৬০০ কোটির ব্যবসা করে। ৮ দিনে ‘পাঠান’-এর মোট আয় ছিল ৬৩৪ কো🐟টি টাকা। টানা ফ্লপের পর শাহরুখ খানকে সাফল্য এনে দিয়েছিল এই ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন।

নতুন খবর হলো, এবার শুরু ꦍহয়েছে সেই ছবির সিকুয়েলের কাজ। ‘পাঠান টু’ নি👍য়ে বড় আপডেট জানালেন আব্বাস টায়ারওয়ালা।

যশরাজের স্পাꦅই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমা🍃ধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে থাকছেন কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য জানাননি আব্বাস। তবে এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালম🐬ানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান টু’ পরিচালনার দায়ভার। ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা।

এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও নতুন তথ্য দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি শাহরুখের। সুহ🐽ানা খানের প্রথম ছবিও হতে চলেছে এটি। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন ভক্তরা।

সূত্র: বলিউড লাইফ

Link copied!