রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে ‘আনন্দধারা’। রোববার (২২শে শ্রাবণ) রবীন্দ্রনাথ ঠাক🍸ুরের ৮২তম প্রয়াণ দিবসে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়।
রোববার (৭ আগস্ট) রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করা হয় গানটি। এতে অংশ নেন সংগীতশিল্পী অদিতি মহসিন🍒 ও বাপ্পা মজুমদার। দ্বৈতকণ্ঠের এই গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। প্রাচ্য ও পাশ্চাত্যের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে এই গানে। এটি দ্বিতীয় সিজনের ১১তম গান।
নতুন এই প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “রবীন্দ্রসংগীত পরিবেশন কর💛া আমার জন্য সবসময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুব উপভোগ করেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারাও গ⛎ানটি বেশ উপভোগ করবেন।”
কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়, পাইথন কোডিংয়ের মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউস বিটস ব্যবহার করা হয়েছে এই গানে। এতে সম্পূর্ণ ভিন্ন ধরনের আমেজ সৃষ্টি হয়েছে কবিগুরুর চিরচেনা গানটি🤪তে। এ গানে রবীন্দ্রনাথ ঠাকুর রাগ মালকোষ ব্যবহার করেছেন। রাগাশ্রিত গানটির সঙ্গে পশ্চিম𒁃া কম্পোজিশন প্রয়োগ করেছেন অর্ণব। কোক স্টুডিও বাংলা শুরু থেকেই এ ধরনের ফিউশন মিউজিক করে আসছে।