• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৮০ কিমি গতিতে চুরমার নায়ক অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:৪৬ পিএম
১৮০ কিমি গতিতে চুরমার নায়ক অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?
নায়ক অজিত কুমার

অজিত কুমার। জনপ্রিয় তামিল অভিনেতা। ১৮০ কিমি গতিতে গাড়ি চালাতে গিয়ে🅘 চুরমার হয়েছে নায়কের গাড়ি। মঙ্গলবার (৭ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি।

পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বে🍸গে গাড়ি চালাচ্ছিলেন। আজ বুধবার তিনি আবারও অনুশীলনে অংশ নেবেন।’

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২🎃৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্🐬চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কা𒊎র পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে। 

Link copied!