গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’র সঙ্গে পাল্লা দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে সিনেমাটি। বুবলীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। বর্তম🌜ানে ব্যক্তিজীবনের নানা আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে অভিনয়ে ব্যস্ত হচ্ছেন এই অভিনেত্রী। তাই তার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন ‘প্রহেলিকা’র নির্মাতা চয়নিকা চৌধুরী।
এক ফেসবুক পোস্টে চয়নিকা চৌধুরী লিখেছেন, “প্রিয় অর্পা (সিনেমায় বুবলীর চরিত্রের নাম) প্রহেলিকা তোমাকে নতুন জীবন দিয়েছে। সিনেমায় তোমার যোগ্যতা, অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছো। আমি শুধু উছিলা মাত্র। তোমাকে যেদিন প্রথম কাস্ট করেছিলাম, স্ক্রিপ্ট পড়তে গিয়ে রিহার্সালের সময় তোমার চোখ ভিজেছিল, চোখের জল পড়েছিল, সেদিনই বুঝেছিলাম আমি অর্পাকে পেয়েছি।
তারপরের কথা মুখে বলার প্রয়োজন নেই। বিভিন্ন ইন্টারভিউতে যখন বারবার বলেছিলাম, ‘দর্শক নতুন এক বুবলীকে খুঁজে পাবে!’ অনেকেই হয়তো হেসেছিল। কিন্তু আজ তা সূর্যের মতোই সত্যি। জ্বলজ্বল করছে তোমার নাম সবার মুখে মুখে। কেউ বিশ্বাস করতে পারেনি। কিন্তু বিশ্বাস ছিল আমার মনে।
বুবলী, অনেক গর্ববোধ করছি আমি, আমরা সবাই। পৃথিবীতে আমি থাকি বা না থাকি, প্রহেলিকা তোমাকে সবার থেকে আলাদা করে অনেক বড় জায়গাতে নিয়ে গেছে ভেবে আমার আনন্দ হবে প্রতি মুহূর্তে।
এই অর্পা থেকে যাবে সবার মনে, ভাবতেই আমার চোখ ঝাপসা হয়ে গেল। তোমার মতো দারুণ মনের একজন শিল্পীকে, একজন মানুষকে আমি সম্মান করি, ভালোবাসি। তুমি আমার কাছে একজন মেধাবী তুখোড় অভিনয়শিল্পী। এটাকে ধরে রেখো। কাজটাই থেকে যায় সবার মনের ভিতরে। কাজটাই সত্য। কাজটাই প্রেম। শুধু মনে রেখো আমাকে। ꧙এমন করেই ভালোবেসো। বদলে যেয়ো না কখনোই। আর কিছু চা🍌ই না।”
চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা’র মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহেমদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে বিভিন্ন চরিত্রে আরও অভꦛিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাব🎃িহা জামানসহ অনেকে।