• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যালেঞ্জ নিয়ে ঈদেই আসছে ‘কাজলরেখা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১২:৪৪ পিএম
চ্যালেঞ্জ নিয়ে ঈদেই আসছে ‘কাজলরেখা’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম । ছবি: সংগৃহীত

‘কাজলরেখা’র মুক্তি নিয়ে শনিবার (৯ মার্চ) রাতে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সি⛦নেমার শিল্পী কলাকুশলীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ।

ছবিটির মুক্তি নিয়ে তিনি বলেন, ‘সিনেমা নির্মাণ থেকে মুক্তি দেয়া সবকিছুই আমাদের দেশে চ্যালেঞ্জ। তাই আমি চ্য🏅ালেঞ্জ নিয়েছ🐈ি ‘কাজলরেখা’ ঈদে মুক্তি দেওয়ার।। ঈদ ও বৈশাখ একসাথে আমরা পাচ্ছি। এ কারণে আমার কাছে মনে হয়েছে এই সময় ছবিটি মুক্তি দেয়া উচিত। দেখা যাক ফলাফল কি আসে।’

এ সময় ⛎নির্মাতা জানান, “বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতে ছবিটি মুক্তি দেওয়া ཧহবে”।

নন্দিত এই নির্মাতার ‘মনপুরা’ সফলতার পর ২০০৯ সাল থেকে ‘কাজলরেখা’ নౠির্মাণের প্রস্তুতি শুরু করেছিলেন। দীর্ঘ ১২ বছরের গবেষণা শেষে ২০২২☂ সালে এসে ছবিটির শুটিংয়ে নামেন।

সংবাদ সম্মেলনে নির্মাতা গিয়াসউদ্দিন💮 সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন এর শিল্পী শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ প্রমুখ। ছবিতেও আরও অভিনয়🗹 করেছেন মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমি, সুজয়সহ অনেকে।

প্রায় ৪০০ বছরের পুরনো প্রেক্ষাপটে ময়মনসিংহের গীতিকার একমাত্র রূপকথা অবলম্বনে ‘কাজল রেখা’ তৈরি করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এর আগে চারটি ছবি মুক্তি পেলেও নির্মাতা জানান, তার পঞ্চম ছবি ‘কাজলরেখা’ হচ্ছে সবচেয়ে 𝔉ব্যয়বহুল ছবি।

ষোল শতকের গল্পে কাজল রেখা নির্মাণ করা থেকে শিল্পী 🗹নির্বাচন ও কারিগরি দিকসহ প্রতিটি সেক্টরকে সঠিকভাবে সমন্বয় করাটাই আসল চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন গিয়াসউদ্দিন সেলিম।

তিনি বলেন, প্রতিটি সে🌞ক্টরকে এক সুতোয় এ♔কটি মালা হিসেবে গাঁথতে হয়েছে। ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি।

গিয়াস⛎উদ্দিন সেলিম বলেন, “তৎকালীন আপামর মানুষের যে বিনোদন ছিল সেটি এখনো প্রাসঙ্গিক। এ কারণে আমি মনে করি ছবিটি দর্শক দেখবে। ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাবে। ভালো কাজের প্রতিযোগিতা থাকাটা ইতিবাচক দিক। আর যে ছবির দম থাকবে সেই ছবি মানুষ দেখবে।”

২০ এর অধিক গান নিয়ে নির্মিত এ সিনেমার সংবাদ সম্মেলনে শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান প্রত্যেকেই দর্শকদের ঈদে ভিন্🌠ন ধাঁচের ‘কাজলরেখা’ দেখার আমন্ত্রণ জানান।

দুই বছর ধরে ৫০ দিনে নেত্রকোনার দুর্গাপুর, খুলনা সুꦏন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে ‘কাজলরেখা’র শুটিং সম্পন্ন হয়েছে।

নবীন-প্রবীণ মিলিয়ে শতাধিক কলাকুশলী এতে যুক্ত আছে꧅ন। ছবিটির ভিএফএক্স ও টেকনিক্যাল দিকে যুক্ত আছে༺ ঢাকা কলকাতার নামকরা স্টুডিও।

Link copied!