ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ১০ই অক্টোবর মুক্তি পেয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’। সত্য ঘটনা অবলম্বনে ওয়𝐆েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ।
এতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘চক্র’ নিয়ে এই অভিনেত্রী জানালেন অভিজ🎐্ঞতার কথা। ফারিণ বলেন, ‘ ওয়েব সিরিজ ‘চক্র’ ঘিরে অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে দিন। ‘চক্র’ অদ্ভুত এক পরিবারের গল্প। যে পরিবারে🧜র নয়জন আত্মহত্যা করে। ১৭ বছর আগে ময়মনসিংহে ঘটে যাওয়া গল্প থেকে অনুপ্রাণিত চরিত্র লুবনা। একসময় তার মধ্যে অতিপ্রাকৃতিক ক্ষমতা দেখা যায়। সে হয়ে ওঠে গল্পের প্রধান রহস্যময় চরিত্র। ঘটনাগুলোর শুটিং করতে গিয়েও অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল।
ফারিণ জানান, কিছু দৃশ্যের শুটিং করে হঠাৎ করেই মারা যান দাদি চরিত্রের অভিনেত্রী। পরে দাদি চরিত্রে আরেকজন অভিনেত্রীকে দিয়ে শুটিং করানো হয়। তিনিও মারা যান। দুজন চিত্রগ্রাহকও আꦜলাদা আলাদা ঘটনায় মারা যান, যা তাদের আতঙ্কিত করে।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘ঠিক তিন বছর আগে, প্রতিবার শুটিংয়ে গিয়ে গলার স্বর বসে গেছে। বেশ কয়েকবার দুঃসংবাদ শুনতে হয়। ঘটনাগুলো শুটিং ইউনিটে আতঙ্কের জন্ম দেয়। যে কারণে শুটিংয়ের সময় এলেই শিল্পী-কলাকুশলীসহ সবার মনে হতো, আবার না কোনো দুর্ঘটনা🔴 ঘটে।’
ফ🌼ারিণ বলেন, ‘যতবার “চক্র”–এর শুটিংয়ে গিয়েছি, ততবারই মনে হতো, আবার বড় কোনো দুর্ঘটনা ঘটবে। দেখা যেত, কিছু না কিছু ঘটছেই! শুটিংয়ের পর ༒নিয়মিত সহকর্মীদের খোঁজখবর নিতে হয়েছে। পুরো শুটিংয়ে এটাই মনে হচ্ছিল, কেন শুটিংটি শেষ হচ্ছে না।’
‘চক্র ’ মুক🐻্তির পরের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘মুক্তির পরও শুটিংয়ের সময়ের মতো গলা বসে যায়। রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা। প🏅াশাপাশি ফেসবুকে সারা দিন ধরে ভক্তরা জানাচ্ছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা। আমি নিজেই ভয়ে দুই পর্বের বেশি দেখতে পারিনি। আমার ভক্ত, সহকর্মীরা যেমন বলছেন, তাঁরা দেখার পর আতঙ্কের মধ্যে রয়েছেন। আমিও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডও আমাকে একই কথা বলেছে, এটা দেখার পর সে উইয়ার্ড স্বপ্ন দেখেছে। সিরিজটি দেখে শেষ করতে পারব কি না, জানি না। তবে কাজটি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি।’
নতুন ব্যস্ততা নিয়ে গায়িকা ও অভিনেত্রী বলেন, ‘ সিরেজ ‘চক্র’ ২০ পর্বে এসে শেষ হয়েও রেখে গেছে অমীমাংসিত রহস্য। আসছে ‘চক্র–২’ এই নিয়েও থাকবে ব্যস্ততা। এখন কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ও🔥য়েব ফিল্ম নিয়ে ব্যস্ত, চরিত্রের পেছনে সময় দিতে হচ্ছে। এখানে আমার সঙ্গে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। গান নিয়েও সামনে ব্যস্ততা বাড়ছে। আগামী দিনে গানে নিয়মিত পাওয়া যাবে আমাকে। গান নিয়ে খুব শিগগির নতুন চমক দিচ্ছি।