দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে পর্দা উঠছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস♉♎বের ২৮তম আসরের।
এবারের ২৮ তম &𝔉nbsp;এই উৎসব-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। ভ্যারাইটি পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে দুই নতুন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী ও বিপ্লব সরকারের সিনেমা। ইকবাল হোসাইনের ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। অন্যদিকে ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
আগামী ৮ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ৯ অক্টোবর সকাল ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আরও দুইবার ফারুকীর সিনেমাটি দেখানো হবেꦺ।‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালনা ও অভিনয় দুই দায়িত্ব সামলেছেন তিনি। পর্দায় থাকছেন তার বাস্তবের সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশা। তারা একসঙ্গে মিলে চিত্রনাট্যটি লিখেছেন। তিশার জন্য চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা এটাই প্রথম। মা হওয়ার পর এই চলচ্চিত্র দিয়েই তিনি অভিনয়ে ফিরেছেন বলা চলে।
বুসান উৎসবের নিউ কারেন্টস বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশি দুই তরুণের প্রথম চলচ্চিত্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনℱয় করেছেন নাসি♛র উদ্দীন খান। তার সহশিল্পীরা হলেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। ছবিটি প্রযোজনা করেছেন পিপলু আর খান।
নিউ কারেন্টඣস বিভাগে নির্বাচিত বাংলাদেশের আরেক ছবি ‘আগন্তুক’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমা টু’তে।
এর ✅আগে বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করা বাংলাদেশের একমাত্র সিনেমা ছিল -জালালের গল্প। এবার মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, ভারত ও থাইল্যান্ডের সিনেমা। আগামী ৮ অক্টোবর থেকে দক্ষ𓃲িণ কোরিয়ার বুসান শহরে উৎসবটি শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।