• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রমজানে মহতি আয়োজনের সঙ্গে বুবলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৪:১৭ পিএম
রমজানে মহতি আয়োজনের সঙ্গে বুবলী

পবিত্র মাহে রমজান উপলক🎀্ষে মহতি আয়োজনে যুক্ত হলে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর আয়োজনে রবিবার (২৪ মার্চ) ঢাকায় সুবিধা বঞ্চিত মানুষকে ইফতার খাওয়াতে দেখা গেছে। 

মহতি এই আয়োজনে এসে বুবলি বলেন, ‘ প্রথমেই ধন্যবাদ দিতে হয় বিদ্যানন্দকে। এই মগতি আয়োজনর জন্য। এধꦑরনের উদ্যোগের সঙ্গে থাকতে আমার বরাবরই ভালো লাগে। সবাই মিলে এধরনের আয়োজনের ক⛄থা সবাইকে জানাতে হয়। সবাই একসঙ্গে মিলে কাজটি করলে সহজ হয়। এধরনের কাজে আমার সব সময় কন্টিবিউশন থাকবে।’

ঢাকাই সি▨নেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। ক্যারিয়ারে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা ‘মায়া : দ্য লাভ’। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক জসিম উদ্দ💎িন জাকির।

সিনেমায় বুব💦লীর বিপরীতে অভিনয় করেছেন তিন অভিনেতা— আনিসু﷽র রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান।

এছাড়া রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে জনপ্রিয় নায়িকা বুবলী ও শরিফুল রাজ জুটির প্রথম সিনেমা ‘দেয়ালের দেশ’। পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকের মধ্য🌄ে ব্যাপক আগ্রহ ছিল। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। ৫৬ সেকেন্ডের এই এক ঝলক সামনে আসার পর মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’।

মিশুক মনিরের পরিচালনায় এতে বুবলী ও রাজ ছাড়াও অ൲ভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। 

Link copied!